ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আজ রবিবার (১২ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে মোস্তফা ফারুককে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
সরকারি চাকরি আইনের এই ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ না দর্শিয়ে তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। তবে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।
জানা যায়, মোস্তফা ফারুক ১৯৯৬ সালের জুনে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন।
তখন প্রশিক্ষণের অর্থ ব্যয়ে অনিয়ম হয়েছে দাবি করে সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদন সম্প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। তাতে অভিযোগ করা হয়, মোস্তফা ফারুকসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণে কোর্স পরিচালক ও বিশেষ বক্তাসহ একাধিক পদে থেকে অনেক টাকা নিজেরা নিয়েছেন।
এরপর ২০১৯ সালে ২৮ অগাস্ট নির্বাচন কমিশনের চার পদে রদবদল করা হয়, যার মধ্যে মোস্তফা ফারুককে ঢাকা থেকে সরিয়ে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করে পাঠানো হয়েছিল। এখন তাকে অবসরে পাঠান হল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh