আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী গতকাল রবিবার (২১মে) সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৫ মে ২০২৩ তারিখ বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আরো একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে চট্টগ্রামের সন্দীপ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপনির্বাচনও আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। এদিন নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোণা ও কুমিল্লা জেলার সাতটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh