বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চায় ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করতে চায়, তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি (ব্যবহার বান্ধব) পর্যবেক্ষক নীতিমালা করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। আগামী সেপ্টেম্বরে বিদেশি পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত করতে চায় সাংবিধানিক এ সংস্থাটি।

আজ বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশনের কর্মকর্তারা। বেলা ১১টায় কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘পর্যবেক্ষকদের যাতে সহায়ক হয়। ইউজার ফ্রেন্ডলি (ব্যবহার ব্যান্ধব) হয়। সুবিধা হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আরও বসব। আরও কয়েকটা মিটিং লাগবে। এরপর খসড়া দেব। কমিশন তা অনুমোদন দিলে চূড়ান্ত করব।’

তিনি আরও বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবে, তাদের নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা একদম প্রাথমিক একটা মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং লাগবে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড ও তথ্য মন্ত্রণালয়সহ মিটিং করেছি। আজকে শুধুমাত্র ব্রেইন স্টোর্মিং (মস্তিষ্কে ঝড়তোলা কার্যক্রম) হয়েছে কোনো সিদ্ধান্ত আসেনি।’

বর্তমানে যে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা আছে, সেটা পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে আবার বসব।’

নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //