‘নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন’

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯
বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি: গাজীপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নভেম্বরে তফসিল ঘোষণা এবং জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাহাড়ি ও দুর্গম এলাকা ছাড়া সব এলাকায় নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে বলে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে একটু আগে থেকেই কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আরো বলেন, জাতীয় নির্বাচনে ভোট কক্ষ বেশি থাকায় ক্যামেরা স্বল্পতার ও মনিটরিং ব্যবস্থা গ্রহণের সমস্যার কারণে সিসি টিভি থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।
এছাড়াও বিএনপিসহ যেকোনো দলের সাথে আলোচনার সুযোগ থাকলেও আনুষ্ঠানিক সংলাপের সুযোগ নেই বলেও জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
এসময় তিনি বলেন, ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। ভিসা নীতি নিয়ে ভাববার বিষয় সরকারের।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, স্মার্ট কার্ড হয়েছে ১০ ডিজিটের৷ এনআইডির মতো ১৩ কিংবা ১৬ ডিজিটের লম্বা লাইন থাকছে না। তাছাড়া দেখতে অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের আদলে হচ্ছে এই কার্ড৷ আর এটি ব্যবহার করেই নাগরিকদের সব রকম সুযোগ-সুবিধা নিতে পারবে। তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্যের এই স্মার্ট কার্ড নাগরিকদের পরিচিতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে৷ অর্থাৎ নাগরিকরা নানা ধরনের কাজে এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন৷
এসময় তিনি বলেন, এর মধ্যে থাকবে ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, পাসপোর্ট, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি কেনাবেচা, বিয়ে রেজিস্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংক ঋণ, শেয়ার-বিও অ্যাকাউন্ট, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিমানবন্দরে আগমন ও বহির্গমন, বিমা স্কিম, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন ধরনের ই-টিকিটিং, মোবাইল সংযোগ, হেল্থকার্ড, ই-ক্যাশসহ আরো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ করতে পারবে এর মাধ্যমে৷ মোট কথা, নাগরিকদের শনাক্তকরণের প্রশ্নে এই স্মার্ট কার্ডই হবে যথেষ্ট ৷
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ।