নির্বাচনে ইসির প্রস্তুতি জানতে চায় মার্কিন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৭:৪৭

নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র প্রাক নির্বাচনী প্রতিনিধি দল।
নির্বাচন ভবনে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই বৈঠক হয়। সিইসি আশা করছেন, নির্বাচন পর্যবেক্ষণে আসবেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা।
বৈঠক শেষে সিইসি বলেন, কমিশনের দায়িত্ব, সরকারের সঙ্গে কমিশনের সমন্বয় কীভাবে হয় এসবও জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী দল। যা যা জানতে চেয়েছে কমিশন সবই তাদের জানিয়েছেন, এখন তারা কী করবেন কমিশন সেটা জানে না। তবে সিইসির আশা তারা আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে। প্রতিনিধি দলের নয়জন সদস্য এই বৈঠকে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা পরিচালনা মিশন পরিচালনা করছেন।
এর আগে গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন। দুপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আগাামী নির্বাচন নিয়ে বৈঠক করবে মার্কিন প্রাক নির্বাচনী টিম।