
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বধীন কমিশন।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শুরু হয়। এতে সিইসি ছাড়াও চার জন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশের আগে সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘মাননীয় কমিশনাররা নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করবেন।’
ইসি সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, পরে তা পিছিয়ে ৯ নভেম্বর নির্ধারণ করা হয়।