Logo
×

Follow Us

বাংলাদেশ

উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ১৪:৫৯

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬ জন

নির্বাচন কমিশন ভবন। সাম্প্রতিক দেশকাল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে একজন চেয়ার‌ম্যানসহ ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

গতকাল রবিবার (১২ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মাঠ পর্যায়ের তথ্য একীভূত করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

শরিফুল আলম জানান, রবিবার তিনটি পদে ১৩০ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয় প্রার্থী। তাদের মধ্যে ভাণ্ডারিয়ার সব পদের প্রার্থী, গোসাইরহাটে ভাইস চেয়ারম্যান এবং সোনাগাজী ও দাগনভুঞা উপেজলায় মহিলা ভাইস পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (১৩ মে) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে।

উল্লেখ্য, এখন চেয়ারম্যান পদে ৪৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৭৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন প্রতদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে তিন পদে প্রার্থী ১৪৫৮ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫