Logo
×

Follow Us

নির্বাচন

৩ দলের নিবন্ধন বাতিল করতে পারে ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ২২:৪৬

৩ দলের নিবন্ধন বাতিল করতে পারে ইসি

নির্বাচন কমিশন ভবন। ছবি: সাম্প্রতিক দেশকাল

বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলসহ ৩টি পার্টির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় দল তিনটি নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়েছে। 

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দল তিনটি হলো, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, গণফ্রন্ট ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

ইসি কর্মকর্তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ২৮টি দল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটের ৯০ দিনের মধ্যে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হয়। ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব দিলেও ওই তিনটি দলকে সতর্ক করার পরও হিসাব দেয়নি। তাই শেষ সুযোগ হিসেবে ১০ টাকা জরিমানাসহ ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জরিমানা-সহ হিসাব জমা না দিলে নিবন্ধন হারাবে দল তিনটি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫