নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে আরও চার কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।
চার কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগদান করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. শেখ আব্দুর রশিদের সই করা অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছেন। তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যাওয়া এ এম এম নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর নিয়োগের আড়াই বছরের মাথায় পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেন। সেইদিনই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তারা।
গত ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে। গতকাল বুধবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জমা দেয় সার্চ কমিটি। সেখান থেকেই পাঁচজনকে নিয়ে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিইসি নিয়োগ এ এম এম নাসির উদ্দীন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh