নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে মিছিল-শ্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে শেখ হাসিনা ও জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
আজ মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে শহিদ মিনার এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে। এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহিদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
এসময় 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা', 'আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ', 'ভারতীয় আগ্রাসন নিপাত যাক', 'গোলামি না আজাদি, আজাদি-আজাদি', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ'-প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।
বক্তারা বলেন, শহিদদের রক্তের দাগ এখনও শুকায়নি, এরমধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরও প্রতিহত করবো।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের শহিদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। সামনের দিকে চেয়ার বিছিয়ে শহিদ মিনার সামনেও অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়। অনেকের মাথায় দেশের পতাকা বাধা রয়েছে।
এ ছাড়াও চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতাও সকাল থেকে শহিদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন এবং পর্যায়ক্রমে তারা মিছিল নিয়ে শহিদ মিনারে আসতে থাকেন।
ভোরে সিলেট থেকে এসেছেন কিছু শিক্ষার্থী। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা বলেন, আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আমরা চাই বিপ্লব যেন আগামীর স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে। এসময় তারা ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহিদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কি না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়।
গতকাল সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh