নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে ভোটার করার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয়দের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে ১০৬ জন প্রবাসী বাংলাদেশিকে ভোটার করার চেষ্টা করেন তারা।
অনিয়মের অভিযোগে বরখাস্ত দুজন হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর জুবায়ের।
বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, জগন্নাথপুর উপজেলায় স্থানীয়দের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে ১০৬ জন প্রবাসী বাংলাদেশিকে ভোটার করার চেষ্টা হয়েছে। এতে কারো কারো সঙ্গে লক্ষাধিক টাকারও লেনদেন হয়েছে।
এসময় তিনি বলেন- “ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে।”
হুমায়ুন কবীর বলেন, “তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপরই বিভাগীয় ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে।”
এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, “এ এলাকায় ১০৬ জনকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে, যারা বাংলাদেশি নাগরিক হলেও প্রবাসে থাকেন। স্থানীয় অনেকের বায়োমেট্রিক ও আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম শনাক্ত করা হয়েছে।”
এসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হলেও বিদেশে থাকা লোকের পরিবর্তে অন্যের আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য নেওয়ায় তারা শেষ পর্যন্ত ভোটার হতে পারত না বলে জানান তিনি।
এদিকে, সারাদেশে ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ কাজ।
এনআইডি ডিজি বলেন, “সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে প্রমাণিত হয়, আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন।”
২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী কোনো নাগরিক কোনো কারণে বাদ পড়লে নির্ভুল তথ্য ও কাগজপত্র দিয়ে ভোটার হতে পারবেন। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন সম্পন্নের কাজ শুরু হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনআইডি উইংয়ের কর্মকর্তা মুহাম্মদ হাসনানুজ্জামান, তকদিন আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সুনামগঞ্জ ভুয়া এনআইডি বরখাস্ত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh