দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। হিজড়া ভোটার আছেন ৯৯৪ জন।

রবিবার (২ মার্চ) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ভোটারের সংখ্যা বেড়েছে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন। গত বছরের ২ মার্চ চূড়ান্ত তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তোমার আমরা বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে।’ভোটার নিবন্ধন আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, এবং দাবি-আপত্তির নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা একই বছরের ২ মার্চ প্রকাশ করা হয়।

গত ২ জানুয়ারি ইসি সচিবালয়ের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন বলে জানানো হয়েছিল। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। অর্থাৎ খসড়া তালিকার চেয়ে চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৭৬২ জন বেড়েছে।

আইন অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা আজ প্রকাশ করা হয়েছে তা নিয়েই ভোট করতে হবে নির্বাচন কমিশনকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh