‘আম’ নিয়ে শুনানি শেষ

নির্বাচনি প্রতীক ‘আম’ নিয়ে শুনানি শেষ হয়েছে। প্রতীক কারা বরাদ্দ পাবে তা জানা যাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর জানিয়েছে সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “আজ আম প্রতীক নিয়ে শুনানি শেষ হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।”

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ২০০৭ সালে গঠিত হয় এনপিপি।

মহাসচিব পদে ২০১৪ সালে ফরিদুজ্জামান ফরহাদকে বহিষ্কার হলে সে সময়ে দলের নেতৃত্ব নিয়ে বিভক্তি তৈরি হয়। বিভক্তির পর ২০১৫ সালে ‘আম’ প্রতীকটি নিজেদের দাবি করে ইসিতে আবেদন করেন ফরহাদ। 

পরে ২০১৬ সালের মে মাসে শুনানি করে শওকত হোসেন নিলুর হাতেই ‘আম’ প্রতীক তুলে দেয় ইসি। দলটি বর্তমানে দুইটি অংশে বিভক্ত। একটি বিশ দলীয় জোটের শরিক অপরটি এনডিএফ।

গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ‘আম’ নিয়ে ফের কাড়াকাড়ির হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে উভয় অংশের সঙ্গে প্রতীক নিয়ে শুনানির আয়োজন করে ইসি।

শুনানি শেষে ‘আম’ চেয়ে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “শওকত হোসেন নীলু ফ্যাসিস্ট সরকারে থাকার কারণে আমিই বহিষ্কার করেছিলাম। তখনকার নির্বাচন কমিশনার আমাদের আম প্রতীক না দিয়ে নীলু সাহেবকে দিয়েছিল। সেটার প্রতিবাদে আমরা দরখাস্ত করেছি।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh