নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম
অন্তর্বর্তী সরকারের পূর্ব-ঘোষিত সংসদ নির্বাচনের টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “সরকারের রিপিটেডলি ঘোষিত যে টাইমলাইন, সেই টাইমলাইনকে ঘিরেই আমরা এগোচ্ছি। সেটি হচ্ছে ডিসেম্বর।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, “মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে ইসি প্রকাশ করে থাকেন। সেটি জুন-জুলাইয়ের দিকে পেয়ে যাবেন।”
ইসি বলেন, “এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই নিজস্ব কর্মপরিকল্পনা ধরেই এগোচ্ছে। সেই পরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে সংসদীয় আসন পুনর্বিন্যাসে আসনের প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ চলছে।
“ভোটার তালিকার কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে এসেছি। দলের নিবন্ধনের কাজেও আমরা একটা পর্যায়ে এসেছি।”
তফসিলের আগে তরুণদের ভোটার বানাতে চায় ইসি
দায়িত্ব গ্রহণের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি গ্রহণ করেন ইসি। চলতি জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল।
তবে ইসি তফসিলের আগ পর্যন্ত তরুণদের ভোটার তালিকায় যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়ে বলেন, “প্রশ্ন হচ্ছে তফসিল ঘোষণার আগেও অনেকের বয়স ১৮ হবে। তারাও ভোট দিতে চায়, এবার এই তরুণরা নতুন ভোটার হবে। নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তাদের যেন আমরা ভোটার তালিকায় যুক্ত করতে পারি এবং তারা যেন ভোট দিতে পারে।”
ভোটার তালিকার আইন সংশোধনী হবে কিনা জানতে চাইলে ইসি বলেন, “ভোটার তালিকার আইন সংশোধনের জন্য বিধি ও আইন পর্যালোচনা করছি। যদি এই আইন কভার করে তাহলে আর সংশোধনী লাগবে না।”
সেক্ষেত্রে তরুণ ভোটারদের যুক্ত করতে আইন সংশোধনের পর নতুন বিধান কি হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিসেম্বরে ৩১ তারিখের মধ্যে যাদের বয়স ১৮ হবে তারা যুক্ত হতে পারে।”
আনোয়ারুল ইসলাম বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংস্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ ঘরে ঘরে গিয়ে সুন্দরভাবে সম্পন্ন করেছে।
“আমরা সন্তষ্ট, আমাদের টার্গেট ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধিত হবে। দেখা যাচ্ছে ৪৩ লাখের উপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছে। নতুন হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার। মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে।'”
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে ইসি আনোয়ারুল বলেন, “তফসিল ঘোষণার পূর্বে অংশীজনদের সঙ্গে বসতে হবে। প্রায় ১০০টি রাজনৈতিক দল নিবন্ধন প্রার্থী। ইতিপূর্বে তারা আবেদন করেছেন।
“নতুন ও পুরোনো রাজনৈতিক দলগুলো নিয়েই আমরা বসব। নিবন্ধনের কাজ যদি আমরা শেষ না করি তাহলে নতুন রাজনৈতিক দলগুলোর ভেতরে কষ্ট থাকবে। সেদিক বিবেচনা করে, ইসি একদম সঠিক সময়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ তফসিল ঘোষণার আগে হবে, জানিয়ে ইসি বলেন, “এটাকে আমরা মতবিনিময় সভা বলি। নির্বাচন সংশ্লিষ্ট রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশিক্ষণ করতে হবে- এই কাজগুলো এই টাইমফ্রেমের মধ্যে করতে হবে।”
রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে আইনের পরিবর্তন আনা হচ্ছে কিনা জানতে চাইলে ইসি বলেন, “এখন পর্যন্ত আমরা আগের আরপিও অনুসারে আগাচ্ছি। কোন চেঞ্জ হয়নি। নির্বাচনের আগে যে সময় আছে এই সময়টুকুতে কতটুকু পরিবর্তন হবে, তা নিয়ে একটু চিন্তাভাবনার বিষয় আছে।”
সংসদীয় সীমানা নিষ্পত্তি তিনমাসে
সীমানা নির্ধারণের আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, “একটি ছাপার ভুলের জন্য আমাদের হুবহু ঠিক রেখে নির্বাচন করতে হবে। এই ছাপার ভুলটা সংশোধনের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। তবে এ নিয়ে সিদ্ধান্ত আমরা পাইনি, পেলে সীমানা নির্ধারণের কাজটি শেষ করতে পারব।”
“আইনের সংশোধনী পেলে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন মাস তিনেকের মধ্যে শেষ করা যাবে।”
আগামী তিন মাসের মধ্যে নির্বাচনী কর্মপরিকল্পনার প্রি-ওয়ার্ক শেষ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ইসি আনোয়ারুল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh