Logo
×

Follow Us

চাকরি

আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১৪:০৫

আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

সরকারি কর্ম কমিশন ভবন। ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ। আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) পিএসসির একটি সূত্র এ তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে। এরপর ফল প্রকাশের পর ১০ থেকে ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে।

এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। এরপর গত বছর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫