Logo
×

Follow Us

চাকরি

সৌদি আরবে করোনায় আরো দুই বাংলাদেশির মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৯:৩৯

সৌদি আরবে করোনায় আরো দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদিতে করোনায় সাত বাংলাদেশি মারা গেছেন। 

পবিত্র নগরী মদিনা শরিফে গত ৭ এপ্রিল মারা যান তারা। 

বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ এবং নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া।

এর আগে সৌদিতে আরো পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩২৮৭। সুস্থ হয়েছেন ৩৫ জন, মোট সুস্থের সংখ্যা ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ৩ জনের, মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫