Logo
×

Follow Us

চাকরি

পুলিশে নিয়োগ: যেভাবে করবেন আবেদন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯

পুলিশে নিয়োগ: যেভাবে করবেন আবেদন

বাংলাদেশ পুলিশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ, সিআইডির জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা:

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বয়স: অন্যুন ৩০ (ত্রিশ) বৎসর

বেতন স্কেল: ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

১. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা:

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: অন্যূন ৩০ (ত্রিশ) বৎসর

বেতন স্কেল:  ৮২৫০ থেকে ২০০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই

১ নম্বর পদের জন্য নারায়নগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝালকাঠি, মেহেরপুর, পিরজপুর, মৌলভীবাজার জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।

২ নম্বর পদের জন্য গাজীপুর, রাজবাড়ী, নারায়নগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, পাবনা, শেরপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, মাগুরা, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।

বয়সসীমা

২০২৩ সালের ২৪ ডিসম্বরে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের http://cid.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নং পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ৯টা থেকে ২১ জানুয়ারি ২০২৪ বিকাল চারটা পর্যন্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫