-664d7b1560f44.jpg)
জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি
বিসিএস বাণিজ্য ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূতকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যেই ক্যাডারটিতে কিছু সংস্কার এনে নতুন আদেশ জারি করা হয়েছে। ১৯৮০ সালে প্রবর্তিত এ ক্যাডারটির কয়েকটি পদ বিলুপ্ত ও নতুন একটি পদ সৃষ্টি করে সম্প্রতি নতুন আদেশ জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) নামে নতুন সার্ভিস গঠিত হবে বলে এ আদেশে বলা হয়েছে। আদেশে ১৯৮০ সালের Bangladesh Civil Service (Trade) Composition and Cadre Rules, 1980 রহিতকরণের কথাও বলা হয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল বাংলা গণমাধ্যমকে বলেন, এটাকে ১৯৮০ সালের আদেশের সংশোধনী বলতে পারেন। কিছু পদ বিলুপ্ত ও নতুন পদ সৃষ্টির জন্য এ আদেশ জারি করা হয়েছে।
তিনি বলেন, পদগুলো বিলুপ্ত না হওয়ার কারণে একটি জটিলতা তৈরি হয়েছিলো এবং ক্যাডারের নিয়োগ ও পদোন্নতি বন্ধ হয়ে গিয়েছিলো। যার কারণে এই সংশোধন আনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হবে কি হবে না- এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে চাই না। আর এই আদেশের মাধ্যমে বাণিজ্য ক্যাডার বিলুপ্তির পদ বন্ধ হচ্ছে এমনটি বলা যাবে না। এ আদেশের পরেও চাইলে এ ক্যাডার বিলুপ্ত করে অন্য ক্যাডারের সঙ্গে একীভূত করা যাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হয়ে প্রশাসন ক্যাডারে একীভূত হয়। এর পরপরই বাণিজ্য ক্যাডারও বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি সামনে আসে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ আদেশের ফলে বিসিএস বাণিজ্য ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূতকরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হলো।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে গ্রেড-২ থেকে নবম গ্রেড পর্যন্ত ১০০ পদ ছিলো। ১৯৯৪ সালে আরও ১৬টি পদ তৈরি করা হয়। এ ১১৬ পদের মধ্যে বিদেশি মিশনে ৩৩, রিজার্ভ ৪ ও প্রেষণে ১৩টি ছিল। ১৯৯৯ সালে পদ সংখ্যা কমিয়ে ৬৬ করা হয়। পরে আরও কমে বর্তমানে ৩২টি হয়েছে। ৩২টি পদ থাকলেও বর্তমানে বাণিজ্য ক্যাডারে কর্মরত রয়েছে মাত্র ১৩ জন।