Logo
×

Follow Us

চাকরি

শুধু লেখাপড়া নয়, থাকতে হবে দক্ষতাও

Icon

ফারিহা জান্নাত কুয়াশা

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১৫:৪৬

শুধু লেখাপড়া নয়, থাকতে হবে দক্ষতাও

পেশাজগতে ইদানীং শুধু পড়ালেখায় জোর দিলেই হয় না, বিশেষ কিছু দক্ষতাও থাকতে হয়। প্রতীকী ছবি

একদিন অফিসে ঢুকেই দেখলাম, আমাদের নতুন বস রোবট। তা দেখে সবার কপালে ভাঁজ। প্রথম দিনই রোবোবস ঘোষণা দিলেন, নতুন যুগের চাহিদা পূরণে ব্যর্থ কর্মীদের নিয়োগ বাতিল করা হবে। বসের কথা শুনে ভয়ে লাফিয়ে উঠলাম। পরক্ষণেই ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম, স্বপ্ন দেখছিলাম।

তবে প্রতিযোগিতামূলক বিশ্বে যথাযথ দক্ষতা না থাকায়, আমার মতো অনেকের মনেই এখন চাকরি হারানোর ভয়। কেননা ‘পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে’-এই প্রবাদ শুনে বড় হওয়া অনেকেই গাড়ি চড়ার লোভে জীবন দিয়ে শুধু পড়াশোনাই করেছে। তবে সময়ের পরিক্রমায় প্রবাদটির গুরুত্ব অনেকটাই ম্রিয়মাণ। কারণ পেশাজগতে ইদানীং শুধু পড়ালেখায় জোর দিলেই হয় না, বিশেষ কিছু দক্ষতাও থাকতে হয়।

চাকরিপ্রত্যাশী ও কর্মক্ষেত্রে টিকে থাকতে কর্মীদের যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে, সেগুলো হলো...

প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হোন : প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। বর্তমান যুগে প্রযুক্তিতে অদক্ষ লোকদের কেউ চাকরি দিতে চায় না। অফিসের মূল কাজগুলো করার জন্য কম্পিউটার-ল্যাপটপ চালানোয় দক্ষ কর্মী প্রয়োজন। আর কাজের ক্ষেত্র যদি প্রযুক্তিনির্ভর হয়, তাহলে প্রযুক্তিতে অবশ্যই দক্ষ হতে হবে।

সৃজনশীলতা : সৃজনশীল চিন্তা করতে হবে, কাজে নতুনত্ব আনা শিখতে হবে। সৃজনশীলতা এমন এক দক্ষতা, যা অর্জন করতে পারলে কর্মক্ষেত্রে সফলতা মিলবে।

যোগাযোগ দক্ষতা : যোগাযোগ দক্ষতা একজন কর্মী ও প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। চাকরি লাভের জন্য এবং চাকরিতে টিকে থাকার জন্য নেটওয়ার্কিং বা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় ও যোগাযোগ রক্ষার চেষ্টা করুন। বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্টে অংশ নিন, সবার সঙ্গে পরিচিত হোন, অনলাইনেও যোগাযোগ রক্ষা করুন। এসব সম্পর্ক ক্যারিয়ারের অমূল্য সম্পদ। কখন কোন কাজে কাকে প্রয়োজন হবে, তা কখনো আগে থেকে জানবেন না। এমনকি অফিসেও নিজের ডিপার্টমেন্টের বাইরে অন্য ডিপার্টমেন্টের কর্মীদের সঙ্গে নেটওয়ার্কিং করতে পারেন। 

টাইম ম্যানেজমেন্ট : কাজ সম্পাদন, ডেডলাইন, কাজের চাপ সামলানোও একটি অন্যতম দক্ষতা। সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি কোন কাজটা কখন করতে হবে, তা সম্পর্কে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই টাইম ম্যানেজমেন্ট কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা : বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে উন্নতি করা কষ্টসাধ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি শক্তিশালী প্রযুক্তি, যা প্রায় সারা বিশ্বের প্রতিটি শিল্প বা সংস্থায় সংযোজন করা হচ্ছে। এআই দক্ষতা শেখার অর্থ এই নয় যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই বিজ্ঞানী হওয়ার জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে; বরং নির্দিষ্ট কাজের প্রেক্ষাপটে নিজেকে এবং এআইয়ের আধুনিক ব্যবহারগুলো জেনে রাখতে হবে। এই দক্ষতা ক্যারিয়ারের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।

ডিজিটাল মার্কেটিং : ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচার করা। প্রচারের এই আধুনিকতার নাম হলো ডিজিটাল মার্কেটিং। এই দক্ষতা অনলাইন অভিজ্ঞতার ওপর ফোকাস করে এবং সম্ভাব্য গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে, যাতে তারা পণ্য বা পরিষেবার সঙ্গে জড়িত থাকেন। ডিজিটাল মার্কেটিং কোর্স করে নিজের দক্ষতা আরও বাড়িয়ে তুলতে হবে।

সমস্যা সমাধান : অবস্থার পরিবর্তনে একজন ব্যক্তি কতটুকু মানিয়ে চলতে পারে তা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। এ ছাড়া নিত্যনতুন প্রযুক্তি কেমন ব্যবহার করতে পারছেন তাও একটি বিবেচ্য বিষয়। কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে সেটির প্রতি আপনার চিন্তাভাবনা, উদ্ভাবনী সমাধান অন্যদের থেকে আলাদা করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫