Logo
×

Follow Us

চাকরি

বসের প্রিয় হবেন যেভাবে

Icon

ফারিহা জান্নাত কুয়াশা

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬

বসের প্রিয় হবেন যেভাবে

প্রতীকী ছবি

শান্ত একটি বেসরকারি অফিসে চাকরি করেন। মাস কয়েক তার অফিসে খুব ঝামেলা হচ্ছে, বস তাকে পছন্দ করেন না। মাঝে মাঝে তিনি চশমার ফাঁক দিয়ে এমনভাবে তাকান, যেন মনে হয় শান্ত অন্য কোনো গ্রহ থেকে এসেছেন। বস কখনই তার কথা বা কাজকে গুরুত্ব দেন না। তাকে দেখলে কিংবা তার কথাবার্তা শুনেও তিনি বিরক্ত হন। সর্বোপরি শান্তর উপস্থিতিও সহ্য করতে পারেন না।

শান্তর এই অভিজ্ঞতা একেবারে অস্বাভাবিক নয়। অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হন। বসের মন জয় করা সহজ নয়, তবে তা অসম্ভবও নয়। কেবল কঠোর পরিশ্রম নয়, সঠিক কৌশল ও দক্ষতার মাধ্যমে পরিস্থিতি বদলানো সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক বসের মন রক্ষার কিছু কৌশল-

দায়িত্বশীলতা

কর্মক্ষেত্রে দায়িত্বশীল হওয়া অত্যাবশ্যক। কারণ এটি আপনার মনোবল বাড়িয়ে দেয় এবং সাফল্য নিশ্চিত করে। আপনি যদি কর্মক্ষেত্রে বসের প্রিয় হতে চান তবে নিজের কাজগুলো মন দিয়ে করতে হবে। যদি আপনার সময়ের কাজ সময়ে করেন, তাহলে তা আপনাকে কাজের প্রতি দায়িত্বশীল একজন হিসেবে প্রমাণ করবে। 

নির্দেশনাগুলো লিখে রাখুন

কর্মক্ষেত্রে আপনি কী কী শিখলেন তা নোট করে রাখার অভ্যাস করুন। বসের নির্দেশনাগুলো মনে রাখলে কাজ করা সহজ হবে। যেকোনো বিষয় একবার বলার পর আবার তা জানার জন্য আপনি নিশ্চয়ই তাকে বারবার বিরক্ত করতে পারবেন না। তাই নির্দেশনাগুলো লিখে রাখুন। এতে কাজ তো সহজ হবেই, সেই সঙ্গে আপনি দক্ষ ও মনোযোগী হতে পারবেন।

সময়ের মূল্য দিন

সময়মতো কাজ শেষ করা, মিটিংয়ে উপস্থিত থাকা এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করা বসের কাছে আপনার প্রতি আস্থা তৈরি করবে।

‘চেষ্টা’ শব্দটি বর্জন করুন

‘চেষ্টা’ করার পরিবর্তে আপনার উচিত দৃঢ় সংকল্পের সঙ্গে সব কঠিন কাজের মুখোমুখি হওয়া। আপনাকে সব সময় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। ‘চেষ্টা’ করবেন বললে বোঝায়, কাজটি কীভাবে করবেন তা জানেন না বা আপনি নিজের কাজের ওপর আত্মবিশ্বাসী নন। 

সব সময় পরিকল্পনা রাখুন

দক্ষ কর্মীদের ক্ষেত্রে বস সব সময় খেয়াল করেন যে কাজ নিয়ে তার কোনো পরিকল্পনা আছে কি না। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি সমাধান ও পরবর্তী পরিকল্পনা দিয়ে দেন, তবে আপনার কর্মদক্ষতারই প্রমাণ মিলবে। দ্রুত ও সহজ সমাধান করার এই স্বভাব বস নিশ্চয়ই পছন্দ করবেন।

অজুহাত দেওয়া বন্ধ করুন

কর্মক্ষেত্রে অজুহাত দুর্বলতার চিহ্ন। যদি আপনাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তবে তা সঠিকভাবে পালন করুন। কাজটি যতই কঠিন হোক না কেন। অজুহাত তৈরি করলে তা হয়তো আপনাকে কিছু কাজ থেকে বাঁচিয়ে দেবে, তবে এতে আপনি অফিসের কাছে নিজের গুরুত্ব হারাবেন।

প্রশংসা করুন, তোষামোদ নয়

বসের সঠিক সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রশংসা করুন, তবে কখনো তোষামোদ করবেন না। সৎ প্রশংসা বসের সঙ্গে আপনার সম্পর্ককে আরো মজবুত করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫