Logo
×

Follow Us

চাকরি

কোন পেশাটি আপনার জন্য উপযুক্ত

Icon

ফারিহা জান্নাত কুয়াশা

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০৩

কোন পেশাটি আপনার জন্য উপযুক্ত

প্রতীকী ছবি

রাত ১১টা। সবার ঘরে আলো নিভে গেছে, কিন্তু রাফি এখনো ঘুমায়নি। তার সামনে ছড়ানো কিছু ফরম, চাকরির বিজ্ঞাপন, আর মোবাইল স্ক্রিনে চলছে একটার পর একটা ভিডিও। একটা প্রশ্নই তার মাথায় ঘুরপাক খাচ্ছে, কোনটা বেছে নেব? কোন পেশা আমার জন্য সঠিক?

অনেক সময় পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ ও অর্থনৈতিক বাস্তবতা এই সিদ্ধান্তকে জটিল করে তোলে। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, বাস্তব অভিজ্ঞতা এবং নিজের পছন্দ ও সক্ষমতার মূল্যায়ন। কেননা ক্যারিয়ার বাছাই শুধু একটি কাজের সিদ্ধান্ত নয়, এটি জীবনের লক্ষ্য পূরণের একটি ধাপ। তাই সঠিকভাবে চিন্তা করুন, পরামর্শ নিন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন। সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য কিছু ধাপ অনুসরণ করা যেতে পারে-

নিজেকে জানুন

নিজেকে মূল্যায়ন করতে শিখুন। কোন কাজের জন্য আপনার মনোবল কতটুকু কিংবা আপনার ব্যক্তিত্বের সঙ্গে কেমন কাজ ভালো যায়, সে সম্পর্কে ধারণা রাখুন। 

নিজের আগ্রহ, উদ্দীপনা ও ইচ্ছাকে প্রাধান্য দিন

যে কাজে আপনার মনের আনন্দ লুকিয়ে আছে, যে কাজ করতে আপনি উৎসাহ পান, সে কাজকে নিজের ক্যারিয়ার বানানোর চেয়ে আনন্দের কিছু নেই। শুধু জীবিকা নির্বাহের জন্য কাজ করে খুব কম ব্যক্তিই বড় মাপের সফলতা পেয়েছেন। 

কেমন লাইফস্টাইল চান নির্ধারণ করুন

আমাদের লাইফস্টাইলের ওপর কাজের প্রভাব রয়েছে। তাই শুধু শহর অঞ্চলে থাকতে অভ্যস্ত নাকি গ্রামে কাজ করতেও স্বচ্ছন্দ, তা ক্যারিয়ার বাছাইয়ের সময় মাথায় রাখবেন। আর্থিক সংগতির ব্যাপারেও খেয়াল রাখুন।

পেশা সম্পর্কে গবেষণা করুন

যে পেশাগুলো আপনার আগ্রহের তালিকায় রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত জানুন। সেই পেশার কাজের ধরন, দায়িত্ব ও ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে জেনে নিন।

ট্রেনিং বা ইন্টার্নশিপের সুযোগ নিন

পছন্দের পেশার প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করতে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ নিন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে, পেশাটি আপনার জন্য মানানসই কি না।

ক্যারিয়ার পরামর্শদাতার সাহায্য নিন

নিজ থেকে উপযুক্ত ক্যারিয়ার বাছাই করতে না পারলে অনলাইনে ক্যারিয়ার টেস্টগুলোতে অংশ নিন। এসব টেস্ট আপনার ব্যক্তিত্ব, দক্ষতা, মনোভাবসহ কিছু প্রশ্নের মাধ্যমে যাচাই করে উপযুক্ত কিছু কাজের তালিকা দেবে। তালিকার পেশাগুলো নিয়ে যাচাই-বাছাই করে দেখতে পারেন। অথবা আপনি চাইলে পেশাদার ক্যারিয়ার কনসালট্যান্টের শরণাপন্ন হতে পারেন।

পছন্দের কাজের পরিবেশ সম্পর্কে জানুন

আপনি কেমন পরিবেশে কাজ করতে চান, তা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্যারিয়ার বাছাই করার আগে নিজের পছন্দের কাজের পরিবেশ নিয়ে ভাবুন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫