Logo
×

Follow Us

চাকরি

দেশে ফিরলেন আটকে পড়া ১৬০ বাংলাদেশি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ১২:২৩

দেশে ফিরলেন আটকে পড়া ১৬০ বাংলাদেশি

করোনা প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (১৫ জুন) সকলা ১১টার দিকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাই থেকে সোমবার স্থানীয় সময় ভোর ৪টায় ১ জন শিশুসহ মোট ১৬০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বাংলাদেশ সময় সকাল ১১ টার দিকে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করে। এছাড়া স্বাস্থবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে দুই জোড়া ডিসপোসেবল গ্লাভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল। প্রথমবারের মতো দুবাইয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫