Logo
×

Follow Us

চাকরি

সৌদি আরব থেকে ফিরলেন ৪১৪ বাংলাদেশি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১২:৪৫

সৌদি আরব থেকে ফিরলেন ৪১৪ বাংলাদেশি

সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৪ বাংলাদেশি।  

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এ তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।  

করোনার কারণে সৌদি আরবে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ ও সৌদি সরকারের সহযোগিতায় শনিবার দেশে ফেরেন এসব বাংলাদেশি নাগরিক।  

কভিড-১৯ সংক্রান্ত দু’দেশের সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি বলেও জানান তাহেরা খন্দকার। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫