Logo
×

Follow Us

চাকরি

চাকরি ভিসাধারীদের আবুধাবি নিতে বিমানের অনীহা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ২২:৩৯

চাকরি ভিসাধারীদের আবুধাবি নিতে বিমানের অনীহা

এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবিতে প্রবেশের সুযোগ না থাকায় এই ভিসার প্রবাসী বাংলাদেশিদের আবুধাবি নেবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক আপাতত এমপ্লয়মেন্ট ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না। একই কারণে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।’

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) যোগাযোগ করতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫