Logo
×

Follow Us

চাকরি

ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১৩:৩১

ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

ভারতীয় হাই কমিশন সাময়িকভাবে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রেখেছে।

গতকাল বুধবার (১৪ এপ্রিল) হাই কমিশন ঘোষণা দিয়েছিল, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত ‘লকডাউনের’ কারণে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ইতিমধ্যে জমা দেয়া আবেদনসমূহের বিষয়ে জানতে ও যেকোনো জরুরি অনুরোধের জন্য  visahelp.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

করোনা মহামারির কারণে ২০১৯ সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে তা পুনরায় শুরু হয়।

পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভ্রমণ ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দেয়া হচ্ছিল।

২০১৯ সালে বাংলাদেশে ১৬ লাখের বেশি ভিসা দিয়েছিল ভারতীয় হাই কমিশন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫