Logo
×

Follow Us

চাকরি

৮ ব্যাংকে অফিসার পদের নিয়োগের প্রবেশপত্র প্রকাশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮

৮ ব্যাংকে অফিসার পদের নিয়োগের প্রবেশপত্র প্রকাশ

ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সালভিত্তিক দুই হাজার ৪৭৮টি শূন্য পদে ‘অফিসার (সাধারণ)’ নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন প্রার্থীরা। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নাম-ঠিকানা পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে-


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫