
ফাইল ছবি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটিডের বিভিন্ন পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ থেকে ৩০ অক্টোবর মোট চার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদগুলো হলো- জুনিয়র অফিসার (প্রকিউরমেন্ট), সিনিয়র অফিসার (এস্টেট অ্যান্ড লিগ্যাল), জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস) ও জুনিয়র অফিসার (সেলস)।
কোম্পানির প্রধান কার্যালয় পদ্মাভবন, স্ট্যান্টরোড, সদরঘাট, চট্টগ্রামে সূচি অনুযায়ী প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে।
মৌখিক পরীক্ষার দিনে সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ এবং সব সনদের সত্যায়িত কপি সাথে আনতে হবে। প্রার্থীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।