
ছবি- সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করেছে ডিএসসিসি।
সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা আগামী ৯ অক্টোবর রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট http://dscc.teletalk.com.bd/ থেকে ডাউনলোড করা যাবে। অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। মাস্ক পরা ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেয়া হবে না।