Logo
×

Follow Us

চাকরি

দেশের বিভিন্ন জেলায় স্নাতক পাসে লোক নেবে ব্র্যাক ব্যাংক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১০:৫৩

দেশের বিভিন্ন জেলায় স্নাতক পাসে লোক নেবে ব্র্যাক ব্যাংক

ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : রিজিওনাল হেড (ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। সঙ্গে একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে।

বিভিন্ন ব্যাংক, করপোরেশন, কমার্শিয়াল বা রিটেইল বিজনেস সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে ন্যূনতম ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বড় ধরনের বাণিজ্যিক ব্যাংকের রিয়েল টাইম বিজনেস সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, ইন্ফুলেন্স করা সক্ষমতা, সম্পর্ক উন্নয়ন ও দল পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

বিশেষ করে কর্মীদের থেকে কাজ আদায় করার কৌশল, নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণের জন্য মানসিক ভাবে প্রস্তুতি থাকতে হবে। এই পদে চূড়ান্ত নিয়োগ পেলে কর্মস্থল হবে বগুড়া, ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটের বিভিন্ন শাখায়।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৯ জানুয়ারি, ২০২২

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫