ফাইল ছবি
আগামীকাল শুক্রবার (১১ মার্চ,২০২২) একাধিক সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা রয়েছে। এরমধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংক, তথ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞপ্তি অনুসারে এবার একই দিনে ১৫টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা শুক্রবার সকালে ও বিকেলে অনুষ্ঠিত হবে। আবার কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। গত বছরের নভেম্বর থেকে একই দিনে একাধিক পরীক্ষার নেওয়ার প্রবণতা শুরু হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের পড়তে হয় নানা সমস্যায়। তবুও সংশ্লিষ্টদের টনক নড়েনি।
এদিকে এই শুক্রবার ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংক; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম); তথ্য অধিদপ্তর; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ; বাংলাদেশ ডাক বিভাগ; বিমান বাংলাদেশ এয়ারলাইনস; বাংলাদেশ বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১; জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, পাইকগাছা পৌরসভা, খুলনা; ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি; বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন; বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও সাধারণ বীমা করপোরেশনসহ বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
