Logo
×

Follow Us

চাকরি

বিদ্যুৎ বিভাগের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৯:৫৩

বিদ্যুৎ বিভাগের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

ফাইল ছবি

বিদ্যুৎ বিভাগের অধীন বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে। পিএসসির ৭১ মিলনায়তনে ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশ নেবে মোট ১৬৬ জন পরীক্ষার্থী।

এসময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

প্রার্থীকে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকারী প্রার্থীকে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫