Logo
×

Follow Us

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩০ হাজার

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১০:০৩

অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩০ হাজার

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি। ছবি: সংগৃহীত

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা ২০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং ও স্ট্যাটিস্টিক বিষয়ে স্নাতক পাস করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। এছাড়া এয়ারলাইন্স টিকিটিং, কল সেন্টার, কাস্টমার কেয়ার, কাস্টমার সাপোর্ট/ ক্লায়েন্ট সার্ভিস, রিজার্ভেশনের কাজে দক্ষ হতে হবে। 

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স: ২২-২৮ বছর।  

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন: ৩০,০০০ টাকা। সাপ্তাহিক দুইদিন ছুটি, ইনস্যুরেন্স, দুপুরের খাবার, বছরে দুইদিন ছুটি ও এয়ার টিকিটে ছাড়ের সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫