স্বপ্নের চাকরির খোঁজ মিলবে যেখানে

রাশেদ গ্রামের ছেলে, তবে স্বপ্ন আকাশছোঁয়া। স্নাতক শেষ করে ঢাকায় এসেছেন ভালো চাকরির খোঁজে। কিন্তু সেই চাকরি নামের সোনার হরিণের দেখা পাওয়া কি এত সহজ! এত বড় শহরে কোথা থেকে শুরু করবে, কীভাবে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে পাবে, তা নিয়ে রাশেদের কপালে চিন্তার ভাঁজ। কেননা রাশেদের কাছে ছিল না কোনো গাইডলাইন।

তখনই কিছু অনলাইন প্ল্যাটফর্মের খোঁজ পান তিনি, যা চাকরি খোঁজার যাত্রাকে অনেক সহজ করে তোলে। এ রকমই কিছু সাইট নিয়ে আমরা এখন আলোচনা করব।

বিডিজবস ডটকম (Bdjobs.com)

রাশেদের এক বন্ধু তাকে বিডিজবস ডটকম সম্পর্কে জানাল। বিডিজবস ডটকম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম চাকরির সাইট। এখানে সরকারি ও বেসরকারি উভয় ধরনের চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। রাশেদ দ্রুতই এই সাইটে একটি প্রোফাইল তৈরি করলেন এবং তার সিভি আপলোড করলেন। কিছুদিন পর থেকেই তিনি চাকরির ইন্টারভিউতে ডাক পেতে শুরু করলেন।

চাকরি ডটকম (Chakri.com)

রাশেদ আরও একটি সাইটে তার প্রোফাইল তৈরি করলেন, যার নাম চাকরিডটকম। এখানে বিভিন্ন ক্যাটাগরির চাকরি যেমন-ব্যাংকিং, আইটি, শিক্ষা, স্বাস্থ্যসহ আরও অনেক বিভাগের চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। চাকরিডটকমে বিভিন্ন চাকরির প্রস্তুতি সম্পর্কিত তথ্যও পাওয়া যায় যা রাশেদের প্রস্তুতিতে অনেক সাহায্য করল।

বিডি জবস টুডে (bdjobstoday.com)

রাশেদ প্রতিদিন সকালে সংবাদপত্র পড়েন। একদিন তার মনে প্রশ্ন জাগল, পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কি একই জায়গায় ক্যাটাগরি অনুযায়ী পাওয়া যায় না? এরপর তিনি বিডি জবস টুডে সাইটটি আবিষ্কার করলেন। এই ওয়েবসাইটে রাশেদ সংবাদপত্রে প্রকাশিত সার্কুলারগুলো পেয়ে যান খুব সহজেই। সরকারি চাকরি তো বটেই অন্যান্য চাকরির জন্যও এই ওয়েবসাইটের উপর ভরসা করেন তিনি। 

বিক্রয় ডটকম (Bikroy.com)

একদিন রাশেদ তার ফোনে বিক্রয় ডটকম অ্যাপ ইনস্টল করলেন। তিনি জানতেন বিক্রয় ডটকম শুধু কেনা-বেচার সাইট, এখানে যে চাকরির বিজ্ঞপ্তিও পাওয়া যায় এটা তিনি জানতেন না। বিভিন্ন ফ্রিল্যান্স ও পার্টটাইম চাকরির জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম। রাশেদ এখানে কিছু ফ্রিল্যান্স কাজও খুঁজে পেলেন যা তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করল।

সরকারি চাকরি (Govt Jobs)

রাশেদের মা চেয়েছিলেন তিনি একটি সরকারি চাকরি করুন। তাই রাশেদ নিয়মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলোতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজতে শুরু করলেন। সেখানে তিনি নিয়মিত সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে পেলেন।

বিডি ক্যারিয়ার (bd-career.com)

সরকারি চাকরি খোঁজার আরেকটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের সন্ধান পেলেন রাশেদ বিডি ক্যারিয়ার। অন্যান্য সাইটের মতো এখানেও রয়েছে ক্যাটাগরি অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ। তাছাড়া সংবাদপত্রে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি সংবাদপত্র অনুযায়ী আলাদা ক্যাটাগরিতে ভাগ করা-যা থেকে রাশেদ সহজেই পেয়ে যান তার কাঙ্ক্ষিত চাকরিটি।

লিংকডইন (LinkedIn)

রাশেদের বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাই তাকে লিংকডইন ব্যবহার করতে পরামর্শ দিলেন। লিংকডইন শুধু পেশাদারি যোগাযোগের জন্য নয়, এখানে বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিও পাওয়া যায়। বিশেষ করে ম্যানেজমেন্ট এবং উচ্চপর্যায়ের পেশার জন্য এটি একটি ভালো মাধ্যম। রাশেদ তার লিংকডইন প্রোফাইল আপডেট করলেন এবং কয়েকটি ভালো চাকরির সুযোগ পেলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //