সময় দ্রুত পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চাকরির বাজারও থেমে নেই। পরিবর্তনের ঢেউ এসে নিয়মিতই বদলে দিচ্ছে পেশার ধরন, চাহিদা আর কাজের প্রকৃতি। প্রযুক্তির অগ্রগতির ফলে কিছু পেশার চাহিদা আকাশ ছুঁয়েছে, আবার কিছু পেশা হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে। কয়েক বছর আগেও যা ছিল কল্পনার বাইরে, এখন তা একাধিক পেশার নতুন দিগন্ত উন্মোচন করছে। আবার আজ বাজারে যে চাকরির কদর বেশি, কয়েক বছর পর না-ও থাকতে পারে। তাই প্রযুক্তি থেকে স্বাস্থ্য, পরিবেশ থেকে তথ্যপ্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রের কর্মজীবীরা নতুন নতুন দক্ষতা অর্জন করে নিজেদের প্রস্তুত করছেন ভবিষ্যতের জন্য।
তবে নিজেকে প্রস্তুত করার আগে জানতে হবে কোন পেশার কদর ভবিষ্যতে বাড়বে। বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী কয়েকটি পেশার কথা তুলে ধরা হলো, যেগুলো আগামীতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে :
সফটওয়্যার ডেভেলপার
জনজীবন টেকনলজিনির্ভর হয়ে উঠছে। হাতের নাগালে নানাবিধ সেবা-সরবরাহ প্রতিযোগিতায় নেমেছে এই শিল্প। এর সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন মতো সফটওয়্যার তৈরি করছে আইটি প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানে সৃজনশীল উপায়ের সমস্যার সমাধান ও অ্যাপলিকেশন তৈরিতে অপরিহার্য হয়ে উঠেছে সফটওয়্যার ডেভলপার। তাই লুক্রেটিভ জবের শীর্ষে থাকবে এই চাকরি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। অটোমেশন, রোবোটিক্স, এবং স্মার্ট প্রযুক্তির উন্নয়নের জন্য (এআই) বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই পেশায় দক্ষ জনবলের চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা অ্যানালিস্ট
তথ্য বিশ্লেষণ এবং ডেটা পরিচালনার জন্য ডেটা সায়েন্টিস্ট এবং অ্যানালিস্টদের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কৌশল তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটা ব্যবহার করছে, যার ফলে এই পেশায় দক্ষ লোকের প্রয়োজনীয়তা বাড়ছে।
সাইবার সিকিউরিটি এক্সপার্ট
তথ্যনির্ভর দুনিয়ায় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের এক দারুণ লড়াই চলছে। বার বার সাইবার হামলার কবলে পড়ছে নানা প্রতিষ্ঠান। তাই ডিজিটাল তথ্যের নিরাপত্তার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট অপরিহার্য। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।
স্বাস্থ্যসেবা পেশাজীবী
পরিবর্তনশীল পরিবেশে বাড়ছে রোগের ধরন। তাই চিকিৎসা খাতে উন্নয়নের ফলে ভবিষ্যতে ডাক্তার, নার্স, চিকিৎসা সহকারী, চিকিৎসা সম্পর্কিত টেকনোলজি বিষয়ক পেশার অভূতপূর্ব বৃদ্ধি ঘটবে। ফলে জব মার্কেটে সর্বোচ্চ চাহিদা থাকবে স্বাস্থ্যসেবা পেশায়।
ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট
পণ্যেরে মার্কেটিং এখন অফলাইনের চেয়ে অনলাইনে বেশি করতে হয়। মানুষ সামাজিক মাধ্যমে সময় কাটানোর ফলে মার্কেটিংয়ের পরিবর্তন হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে পণ্যের প্রচার ও প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টরা কাজ করেন। অনলাইন বাজারের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টদের চাহিদাও বাড়ছে।
কনটেন্ট ক্রিয়েটর
সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কনটেন্ট তৈরির কাজ বৃদ্ধি পাচ্ছে। ইউটিউব, পডকাস্ট এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জনপ্রিয়তার কারণে কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদা বেড়েছে।
গ্রিন টেকনোলজি এবং সাসটেইনেবিলিটি বিশেষজ্ঞ
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এবং পরিবেশ রক্ষার জন্য গ্রিন টেকনোলজি বিশেষজ্ঞ এবং সাসটেইনেবিলিটি বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বাড়ছে। রিনিউএবল এনার্জি, সোলার পাওয়ার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে এই পেশাজীবীদের গুরুত্ব বেড়েছে।
ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার
বাজারব্যবস্থা পরিবর্তনের কারণে বিনিয়োগের ধরন পাল্টে যাচ্ছে। বাজারের প্রতিটি উপাদানের সঙ্গে দরকষাকষি করে বিনিয়োগ করতে হচ্ছে। একজন অর্থনৈতিক উপদেষ্টা কোনো ব্যবসায়ীকে তার অর্থ ব্যবস্থাপনায় ও বিনিয়োগে সহায়তা করে। এর ফলে চ্যালেঞ্জিং বাজার নিয়ে অভিজ্ঞ অর্থনৈতিক উপদেষ্টাদের চাহিদা বাড়ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh