অফিসে বেতন বাড়ানোর উপায়

‘বেতনটা আরেকটু বাড়িয়ে দিন’- এমন অনুরোধ প্রায় সব কর্মীই মনে মনে করে থাকেন। কিন্তু এটি বাস্তবে পরিণত করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। বেতন বাড়ানোর জন্য শুধু সরাসরি দাবি করলেই চলবে না, বরং কাজের মান, সময়োপযোগী অবদান এবং প্রতিষ্ঠানকে কিভাবে উপকৃত করেছেন, তা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। সঠিক সময় ও পেশাদারির সঙ্গে যখন নিজের মূল্য প্রতিষ্ঠানে তুলে ধরবেন, তখন দাবি অনেক বেশি গুরুত্ব পাবে। অফিসে বেতন বাড়ানোর কার্যকর কয়েকটি উপায়...

সঠিক সময় 

বেতন বাড়ানোর কথা বসকে বলা জরুরি। তবে সঠিক সময়টি বেছে নিতে হবে। বসের মেজাজ খারাপ থাকলে সে সময় এমন কথা তুললে হিতে বিপরীত হতে পারে। তাই মুড ভালো রয়েছে এমন একটি সময় বেছে নিন।

মনে আত্মবিশ্বাস রাখুন

প্রতিষ্ঠানের উন্নতিতে আপনার ভূমিকা অনেকটাই। আপনার কাজ প্রতিষ্ঠানেরই অংশ। তাই বেতন নিয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করবেন না। বসের কাছে শান্ত মাথায় এই কথা বলুন। মনে আত্মবিশ্বাস রাখুন, প্রতিষ্ঠানের কাছে আপনি একজন মূল্যবান কর্মী।

বাজার পরিস্থিতি জানুন

বেতন নিয়ে আলোচনার আগে বাজার পরিস্থিতি যাচাই করুন। আপনার পদের জন্য অন্য সংস্থাগুলো কেমন বেতন দেয়, তা জানার চেষ্টা করুন। এটি বাস্তবসম্মত একটি প্রস্তাব তৈরি করতে সাহায্য করবে।

নিজের যোগ্যতা প্রমাণ করা

যখন বসের সঙ্গে বেতন বাড়ানোর কথা আলোচনা করতে যাবেন, তখন প্রমাণ করতে হবে আপনার কাজ আসলেই গুরুত্বপূর্ণ। আপনার পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানের কতখানি লাভ বা আয় হয়েছে, সেটি তুলে ধরতে হবে। স্পষ্টভাবে তাদের বুঝিয়ে দিতে হবে যে আপনি বাড়তি বেতন পাওয়ার যোগ্য।

ভালো সম্পর্ক বজায় রাখা

বস ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। যদি ম্যানেজার বা বস আপনার কাজ ও পেশাদারিতে সন্তুষ্ট হন, তবে তারা বেতন বাড়ানোর প্রস্তাবের প্রতি সহানুভূতিশীল হতে পারেন।

অস্পষ্টতা এড়িয়ে চলুন

বেতন বাড়াতে বলার সময় অস্পষ্টভাবে কথা বলা এড়িয়ে চলুন। স্পষ্টভাবে বলুন ঠিক কত ভাগ বা কত টাকা বেতন বাড়াতে চান। কারণ জানতে চাইলে এর একটি ব্যাখ্যাও তৈরি রাখুন।

কথা বলার সময় ঘাবড়ে যাবেন না

নিজের বেতন বাড়ানোর বিষয়ে দরকষাকষি করার সময় মোটেও ঘাবড়ে যাবেন না। মালিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইতস্তত বা উশখুশ করবেন না। আবার অস্বস্তি কাটানোর জন্য অনেক বেশি করে কথা বলারও দরকার নেই।

হাল ছেড়ে দেবেন না

বেতন নিয়ে সমস্যার সমাধান সাধারণত একটি সাক্ষাতেই হয় না। তাই ধৈর্য রাখুন। একবার বলায় বস পাশ কাটিয়ে দিলেও ধৈর্য হারাবেন না। এক মাস পর আরেকবার কথা প্রসঙ্গে বেতনের বিষয়টি তুলুন। তবে বারবার বললে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh