দীর্ঘ বিরতিতে চাকরি, কীভাবে মানিয়ে নেবেন

একটি প্রসিদ্ধ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর জসিম রহমান অনেক দিন ধরে সরকারি চাকরি লাভের চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন। দীর্ঘ সময় পরে একটি বেসরকারি স্কুলে যোগ দেন তিনি। প্রত্যাশিত চাকরি না পেয়ে জসিম মানিয়ে নিতে পারছিলেন না। সমসাময়িক অনেকের থেকে পিছিয়ে পড়ার ফলে একটা হতাশাও তাকে পেয়ে বসল। 

পড়াশোনা শেষে মানুষের স্বপ্ন থাকে নিজের পছন্দের চাকরিটিতে প্রবেশ করার। এ ক্ষেত্রে অনেকে দ্রুত চাকরি জীবনে প্রবেশ করতে সক্ষম হলেও অনেকেই ব্যর্থ হন। পড়াশোনা শেষ করার দীর্ঘ সময় পর আপনি চাকরি শুরু করলে স্বাভাবিকভাবে অনেকের থেকেই পিছিয়ে থাকবেন। দীর্ঘ বিরতির পর চাকরিতে প্রবেশ করলে কীভাবে নিজেকে মানিয়ে নেবেন? চলুন জেনে নেওয়া যাক।

পড়াশোনা শেষে দীর্ঘ বিরতি, আকস্মিক দুর্ঘটনা কিংবা অন্যান্য যেকোনো কারণেই হোক পছন্দ অনুযায়ী চাকরি পেতে ব্যর্থ হলে কর্মক্ষেত্রে প্রবেশ করার পর দেখা যায় সহপাঠীরাই বস হয়ে গেছেন প্রতিষ্ঠানের। ফলে মন খারাপ হতেই পারে। তবে একটু চ্যালেঞ্জিং হলেও কাজ চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

সহপাঠী, জুনিয়ররা যেখানে ক্যারিয়ারে অনেকখানি এগিয়ে গেছেন, সেখানে আপনার পথচলা মাত্র শুরু। তাই নিজেকে আগে মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে। মানসিকভাবে আপনার এই পিছিয়ে পড়াটাকে গ্রহণ করে নিন। নিজেকে বোঝান, সংগত কারণে আপনাকে একটু পরেই শুরু করতে হয়েছে। যে কারণগুলোর ওপর আপনার কোনো হাত ছিল না। নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যক্তিগত সম্পর্ক দূরে রাখুন কর্মক্ষেত্রে। পেশাদারি বজায় রাখুন। মনে রাখতে হবে, কর্মক্ষেত্রে বয়স নয়, অভিজ্ঞতাই মূল বিষয়। ভুল বোঝাবুঝি হলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলে নিতে হবে। অফিসের কোনো কাজে ভুল ধরিয়ে দেওয়া হলে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। বাড়তি সুযোগ-সুবিধা চাওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করুন। যেহেতু আপনার কর্মজীবনে প্রবেশ করতে একটু দেরি হয়েছে, তাই ঘাটতিটা কাটিয়ে উঠতে এবং প্রতিযোগিতার দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে কিছু প্রফেশনাল কোর্স করে ফেলতে পারেন, যা আপনাকে একটু দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে।

অন্যের অভিজ্ঞতা শুনুন। তারা কীভাবে মানিয়ে নিয়েছেন তা জেনে নিলে আপনার জন্য সহায়ক হতে পারে। নিজেকে কাজের মাধ্যমে প্রমাণ করুন। পড়াশোনা শেষে দীর্ঘ বিরতির পরও আপনি যে অদম্য ও কর্মচঞ্চল তা প্রমাণ করুণ, আর কাজ দিয়েই তা জানান দিতে পারেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh