
২১ ফেব্রুয়ারির চেতনা শুধু একদিনের নয়: ফারজানা ছবি
আজ আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে কথা বলতে পারছি। এর যাত্রা শুরু হয়েছিল কিন্তু সেই বায়ান্নর একুশেতে। সেদিন এর যাত্রা শুরু না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তবে ২১ ফেব্রুয়ারি, শুধু একদিন বাংলাভাষা চর্চার বিষয় হয়ে ওঠা উচিত নয়।
একদিনের জন্য আমরা চেতনায় বাংলাদেশি হয়ে উঠব, এমনটা ঠিক না। এই চেতনা যেন সারা বছরজুড়েই থাকে, তা হওয়া উচিত এবং সেই চেতনা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে একুশের চেতনায় তাদের উদ্বুদ্ধ করতে হবে।
ভাষার শুদ্ধ প্রয়োগ ও ব্যবহার করা উচিত: তপু
বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি না হলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। আমরা যে বাংলায় গান গেয়ে মানুষের মন জয় করছি- তা পারতাম না হয়তো।
তবে আমি চাই, আমরা এখন থেকে শুধু ফেব্রুয়ারি মাসে এসে বাংলা ভাষা নিয়ে সচেতন না হয়ে সারাবছর সচেতন থাকব। সারাবছর বাংলা ভাষাকে ভালোবেসে এই ভাষার শুদ্ধ প্রয়োগ ও ব্যবহার করা উচিত।
ভাষার সঠিক চর্চা করতে অনুপ্রেরণা জোগায়: শিমুল মুস্তাফা
একুশে ফেব্রুয়ারি আমার কাছে একটা চেতনার নাম। যে চেতনা ভাষাকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে। ভাষার সঠিক চর্চা করতে অনুপ্রেরণাা জোগায়। ভাষার জন্য কোনো জাতি প্রাণ দিতে পারে এটি আয়নার মতো সামনে দাঁড় করায়।
সর্বোপরি একুশ আমাদের মনে সাহস জোগায় সংগ্রামের-অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। কথাগুলো শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি যে পেশাতে আছি, সেখানে শুদ্ধভাবে ভাষা ব্যবহার করে বাংলা ভাষাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা সবসময় থাকে। কখনো ভাষাকে বিকৃতি করি না আমি।
বাংলা ভাষা গান গাইবার সর্বোচ্চ শক্তি: লুইপা
আমার কাছে একুশে ফেব্রুয়ারির অর্থ হচ্ছে বাংলা ভাষা, বাংলা গান, বাংলা ভাষায় গান গাইবার সর্বোচ্চ শক্তি। এই একুশ না এলে বাংলা ভাষা আসত না, বাংলা ভাষায় কথা বলাও হতো না, বাংলা ভাষায় গান গাওয়াও হতো না।
তাই একুশ আমার বেঁচে থাকার প্রেরণা, অবলম্বন। একুশ আমার অহঙ্কার। ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা।