Logo
×

Follow Us

বিনোদন

জাহ্নবী যেন ওয়াহিদা রহমান!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮

পার্থক্য অনেক কিছুতেই। সাজে, দৃশ্যপটে, মানুষে। মিলও আছে- দুইজনেই, অপরূপা, দুইজনেই অভিনেত্রী ও একই গানের সঙ্গে নেচে একজন আরেকজনের মধ্যে যেন মিশে গেছেন। 

প্রথমজন ওয়াহিদা রহমান ও দ্বিতীয়জন জাহ্নবী কাপুর। প্রথমজন পাঁচ, ছয়ের দশকের সাড়াজাগানো নায়িকা। জাহ্নবী এই প্রজন্মের প্রতিনিধি। দুই অভিনেত্রীই নেচেছেন লতা মঙ্গেশকরের গাওয়া 'পিয়া তোসে নয়না লাগে রে' গানের সঙ্গে। 

১৯৬৫ সালের 'গাইড' (Guide) ছবির এই গানে দেব আনন্দের বিপরীতে ছিলেন ওয়াহিদা। দৃশ্যায়নে নানা পোশাকে নেচেছিলেন।

জাহ্নবীর পরনে আসমানি নীল আনারকলি। কিন্তু নাচের বিভঙ্গে জাহ্নবী যেন ওয়াহিদার ছায়া হয়ে উঠেছেন। ইনস্টাগ্রাম যথারীতি মাতাল নাচের ছন্দে।

এই প্রথমবার নয়, জাহ্নবী তার নাচের ভিডিও শেয়ার করলেন ট্রেন্ড। পরিচালক শশাঙ্ক খৈতানের ‘#ডিডি২চ্যালেঞ্জে’ (Dance Deewane challenge) অংশ নিয়েছেন। 

গত বছর তিনি বেলি ডান্সের একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে তাকে সম্ভবত শো’র থিম সংয়ের সঙ্গে নাচতে দেখা গেছে।

এই মুহূর্তে মুঠো ভর্তি ছবি জাহ্নবীর হাতে। রুহ আফজা, দোস্তনা ২, ও করণ জোহরের পিরিয়ড ড্রামা ‘তখত’এ তাকে দেখা যাবে যথাক্রমে রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, করিনা কাপুর ও রণবীর সিংয়ের সাথে। 

প্রয়াত বলিউড সুপারস্টার নায়িকা শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী বলিউডে পা রাখেন ২০১৮ সালে। শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ ছবি দিয়ে। -এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫