Logo
×

Follow Us

বিনোদন

কন্নড় এলাকায় হিন্দি গান, কৈলাস খেরকে বোতল ছুড়লেন দর্শকরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:৪৬

কন্নড় এলাকায় হিন্দি গান, কৈলাস খেরকে বোতল ছুড়লেন দর্শকরা

কৈলাস খের। ছবি: এনডিটিভি

কর্ণাটকের কন্নড় ভাষাভাষী এলাকায় শুধুমাত্র হিন্দিতেই গান করায় গায়ক কৈলাস খেরের ওপর বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাতে রাজ্যের বিজয়নগর জেলায় হাম্পি উৎসবে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কৈলাস খের। ছবি: এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়, রাতে অনুষ্ঠানের সমাপনী শিল্পী হিসেবে গান গাইতে ওঠেন কৈলাস খের। এরপর তিনি কয়েকটি হিন্দি গান করেন। এরমধ্যেই শ্রোতা সারি থেকে তার ওপর হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বলছে, অনুষ্ঠানে কন্নড় ভাষায় কোনো গান না করে শুধু হিন্দি গান করার শ্রোতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

কৈলাস খের। ছবি: এনডিটিভি

এদিকে এ ঘটনার জেরে প্রদীপ (২২) ও সুরাহ (২১) নামে স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, ওই শ্রোতা বোতল ছুড়ে মারলেও সেটি গায়কের গায়ে লাগেনি। সেটি তাকে পাশ কাটিয়ে মঞ্চে পড়ে। ওই সময় গায়ক তার গান চালিয়ে যাচ্ছিলেন। পড়ে এক কর্মকর্তা সেই বোতল সরিয়ে ফেলেন।

কৈলাস খের। ছবি: এনডিটিভি

ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহ্যকে স্মরণে শুক্রবার তিন দিনের হাম্পি উৎসব শুরু হয়। সেটিই রবিবার শেষ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫