-63fb742ecac59.jpg)
সুপ্রভা মাহবুব বিনতে সানাই। ছবি: সংগৃহীত
শারীরিক জটিলতায় ভুগছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে তিনি জানান যে তার উচ্চতা বাড়ছে এবং এর প্রেক্ষাপটে ভুগছেন নানা অসুস্থতায়ও।
সানাই বলেন, প্রায় তিন বছর ধরে আমার উচ্চতা বেড়েই যাচ্ছিল আমার। আমার উচ্চতা ১৭ বছর বয়সে ৫ ফিট ২ ইঞ্চি ছিল কিন্ত এখন প্রায় ১১ বছর পর আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। সঙ্গে প্রায়শই পেট ব্যথা, জিহ্বার স্বাদ না থাকা সমস্যাও আছে।
তিনি লিখেছেন, প্রথমে অনেক খুশি ছিলাম যে যাক লম্বা তো হচ্ছি…। পরে অনেক টেস্টের পর জানতে পারি, এটা হরমোনাল ইমব্যালান্সের কারণে হয়েছে…। সো যাদের এরকম সমস্যা হচ্ছে তারা বসে না থেকে ভালো চিকিৎসকের কাছে যান।
ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা মডেল ও অভিনেত্রী সানাই সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে তার স্তনের আকৃতি বড় করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের পর ভক্তদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি। ২০১৯ সালে সাবেক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে আবার আলোচনায় আসেন। তবে শেষ পর্যন্ত গত বছর একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে ঘর বাঁধেন তিনি।
পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক সময় চর্চার কেন্দ্রে সানাইকে এখন তেমন একটা দেখা যায় না পর্দায়। ফেসবুক বা অন্য মাধ্যমেও আগের মতো আলোচিত কোনো কর্মকাণ্ড নেই তার।
সানাই বেশ কিছুদিন আগে ঘোষণা দেন অনলাইনে শাড়ির ব্যবসার। স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা এসব নিয়েই সময় কাটছে তার।