
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বগুড়ার দুটি আসনের গেল উপনির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল রবিবার (৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল মাঠে বসন্ত মেলায় এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হিরো আলম বলেন, ‘নির্বাচনে আমি হারিনি, (বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন) আমাকে হারানো হয়েছে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো আমি অংশগ্রহণ করতে চাই। অন্য কোনো দল ভোটে আসুক বা না আসুক, ভোটের পরিবেশ দেখে আমি আবারও নির্বাচন করব।’
তিনি আরও বলেন, ‘জনগণের সেবা করতে চাই। জনগণের সাথে মিশে থাকলে অন্যরকম একটি সুখ লাগে। জনগণের কাছে না আসলে সেটি বোঝা যায় না।’
সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ‘এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। সবাইকে হলে যেয়ে সিনেমা দেখবেন। আমার এ পর্যন্ত দুটি সিনেমা রিলিজ হয়েছে এবং পাঁচটি সিনেমা রিলিজের অপেক্ষায় রয়েছে।’