Logo
×

Follow Us

বিনোদন

অপু বিশ্বাসের কাছে শিং মাছের ঝোল খেতে চেয়েছিলেন মাসুম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ২০:৫৭

অপু বিশ্বাসের কাছে শিং মাছের ঝোল খেতে চেয়েছিলেন মাসুম

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন।

আজ সোমবার (৬ মার্চ) বিকেলে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় তারকাদের অনেকেই শোক প্রকাশ করেছেন। কেউ কেউ আবার প্রয়াত নৃত্য পরিচালককে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘এই মানুষটাকে আমি দাদা বলে ডাকতাম। কলকাতায় চিকিৎসাকালীন আমাকে বলেছিল, শিং মাছের তরকারির ঝোল খেতে চাই। আমি যেভাবে পারি, দিয়েছিলাম। খুব মনে পড়ছে দাদা। মা নেই, তুমি নেই—কি বলব জানি না। ওপারে ভালো থেকো।’

প্রসঙ্গত, মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় শাবানা থেকে শাবনূরসহ কয়েক প্রজন্মের নায়ক-নায়িকা কাজ করেছেন। ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বার এই সম্মাননা পান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫