Logo
×

Follow Us

বিনোদন

‘সময়ের আগে কিছু আসুক তা চাই না’

Icon

মোহাম্মদ তারেক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১১:২২

‘সময়ের আগে কিছু আসুক তা চাই না’

অধরা জাহান। ছবি: সংগৃহীত

অধরা জাহান। একাধারে গীতিকবি, উপস্থাপিকা ও লেখিকা। শিল্পের সৃজনশীল মাধ্যমে তার পদচারণা একদিনের নয়। সম্প্রতি শেষ হওয়া একুশের বইমেলায় তিনি হাজির ছিলেন কাব্য উপন্যাস ‘কাগজের পুরুষ’ নিয়ে। এর আগে প্রকাশ হয় তার কাব্যগ্রন্থ ‘নীল পেয়ালার বিষ’। তার দ্বিতীয় গ্রন্থের জন্য পাঠকের সাড়া মিলেছে বেশ। এক শব্দে অধরা জানালেন, আলহামদুলিল্লাহ।

বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, বইমেলা শেষ হওয়ার পর ঢাকার বাইরে নারী উদ্যোক্তাদের একটি আয়োজনে গিয়েছিলাম। তিরিশজন নারী উদ্যোক্তার তিরিশটি গল্পের বই নিয়ে আড্ডা হয়েছে। তারা আমার জার্নি জানতে চেয়েছেন। খুবই ভালো লেগেছে। একটি কথা না বললেই নয়, আমার বইয়ের আট বা দশ মুদ্রণ প্রকাশ হয় না, লেখক হিসেবে শুরুর দিকেই আছি। এ সময়ে যে ভালোবাসা পাচ্ছি, পাঁচ বছর ধরে রাখতে পারলে একটি অবস্থান তৈরি করতে পারব।

আগামী বইমেলা নিয়েও প্রস্তুতি শুরু করেছেন অধরা। তিনি জানালেন, আগামী বছর আমার তিনটি গ্রন্থ প্রকাশ হবে। ছোটগল্প, কাব্যগ্রন্থ ও কাব্য উপন্যাস প্রকাশিত হবে ভিন্ন ভিন্ন প্রকাশনী হতে। তার কাজ চলছে। তিনি আরও জানালেন শিগগির সংবাদ পাঠিকারূপে দেখা মিলবে তার। বললেন, আগামী মাস থেকে সংবাদ উপস্থাপনা শুরু করছি। এ ছাড়া বিটিভিতে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করব।

আলাপের এক পর্যায়ে অধরা হালে চলা পুরস্কার বাণিজ্য নিয়ে মন্তব্য করে বলেন, আমার কাছে ভালো প্রতিষ্ঠান থেকে পুরস্কার প্রদানের প্রস্তাব এসেছিল। আমি পুরস্কার নিতে অপারগতা জানিয়েছি। কাকে কেন পুরস্কার দেওয়া হচ্ছে তা আয়োজকরা জানেন না। সত্যি বলতে, সময়ের আগে কিছু আসুক তা চাই না। আমি কখনোই স্রোতে ভাসা কিছু হতে চাইনি।

লেখালেখি ও উপস্থাপনার বাইরে অধরার আরেকটি পরিচয় আছে। তিনি একজন সমাজকর্মী। দেশের একশ জন নারী মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

এ বিষয়ে তিনি বলেন, পুরুষ মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ হয়েছে। তাদের কথা শুনেছে মানুষ। কিন্তু নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে সে অর্থে তেমন কিছু হয়নি। আমি সারা বাংলাদেশ থেকে একশ জন নারী মুক্তিযোদ্ধা বেছে নিয়ে দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমরা সেখানে তাদের কথা শুনব। কেউ বাদ যাবে না। সবাই নিজেদের কথা বলার সুযোগ পাবেন। সারাদিন তাদের নিয়ে কাটাব। এজন্য আমাকে এক মাস সময় দিতে হবে। 

এদিকে কদিন আগেই ছিল অধরার জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভেসেছেন তিনি। এ প্রসঙ্গে বললেন, আমি খুবই সৌভাগ্যবতী। এমন অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা জন্মদিনে রকমারি ডট কমের মাধ্যমে ৩০-৫০ কপি বইয়ের অর্ডার দেন। এতে অন্যরকম আনন্দ কাজ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫