Logo
×

Follow Us

বিনোদন

চড়া মেকআপ করায় ট্রোলের শিকার জয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১১:০৪

চড়া মেকআপ করায় ট্রোলের শিকার জয়া

জয়া আহসান। ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া আহসান। ঢালিউড, টলিউড পেরিয়ে বলিউডেও কাজ শুরু করেছেন তিনি। তার বয়স ৫০ ছুঁই ছুঁই, তবুও তার রূপের ছটায় মুগদ্ধ ভক্তরা।

নিজেকে ফিট রাখতেই পছন্দ করেন এ অভিনেত্রী। এ জন্য নিয়মিত জিম আর শরীরচর্চাও করেন তিনি। সব ধরনের পোশাকই তাকে লাগে সুন্দর। তবে এবার হঠাৎ ট্রোলের মুখে পড়তে হলো জয়াকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার একটি ছবি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন অনুরাগীরা। এমনকি এ সুযোগে কেউ কেউ করেছেন ট্রোলও! 

জয়া আহসান। 

তানভি শাহের পোশাকে ও অভিজিৎ পালের মেকআপে সেজে ছবি পোস্ট করেছিলেন জয়া। উইঙ্গড আইলাইনার আর ন্যুড লিপস্টিকে নিজেকে সাজিয়েছিলেন এ অভিনেত্রী। তবে তার সেসব ছবি মোটেও পছন্দ হলো না ফ্যানদের। কারণ হিসেবে তারা বলছেন জয়ার চড়া মেকআপ। কেউ লিখেছেন, ‘দয়া করে একটি ভালো মেকআপ আর্টিস্ট নিন।’ আবার কেউ লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। মাধুর্য নেই। আপনি মোটেও এরকম দেখতে নন।’

জয়া আহসান। 

এর আগে ভারতীয় চ্যানেল টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, ‘প্রাথমিকভাবে কাজের স্টাইলটা একইরকম। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী হয়তো কখনও-কখনও অন্যরকম। বাংলাদেশের সিনেমাতে মাটির গন্ধ অনেক বেশি। এখানে আর্বান সোসাইটি বা আর্বান যে পরিবেশ, তার দাপটটা বেশি। কিছু-কিছু ক্ষেত্রে সম্পর্কের গল্প, সেগুলো অনেকদিক থেকে এগিয়ে থাকে। এ ধরনের কাজ অনেক বেশি হয় টালিগঞ্জে। আরও একটা বিষয় বলব, এখানে (টালিগঞ্জ) বেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হয়। আমাদের দেশেও যে তেমনটা হয় না, তা নয়। তবে ভাষার ক্ষেত্রে এ আলাদা বিষয়টা আমি প্রথম থেকেই অনুভব করেছি এবং তা সবারই জানা। তবে দিন শেষে আমরা বাংলাই বলি। এছাড়া খুব একটা তফাৎ নেই। কাজের ধরন, কাজের জায়গা, কাজের পরিবেশ সবই মোটামুটি একইরকম।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫