Logo
×

Follow Us

বিনোদন

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১৭:৩২

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের একটি হোটেল থেকে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৬ মার্চ) বারাণসীর একটি হোটেল থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে বলা হয়, আকাঙ্ক্ষার মরদেহ তার রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আকাঙ্ক্ষা ভোজপুরি সিনেমা, মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তার ইনস্টাগ্রামেও হাজারো ফলোয়ার রয়েছে।

দেশটির পুলিশ জানায়, আত্মহত্যা করে থাকতে পারেন আকাঙ্ক্ষা। এরইমধ্যে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করছি যে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫