খুনের হুমকিতে তটস্থ সালমান, নিরাপত্তায় নিলেন বিশেষ ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ২২:০৭

সালমান খান। ছবি: সংগৃহীত
প্রায়ই খুনের হুমকি পাচ্ছেন সালমান খান। শুধু এক বার নয়, একাধিক বার ইমেলে এবং চিঠি মারফত অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফে হুমকি আসার পরেই বলিউডের এই সুপারস্টারের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
এতদিন সালমানের দীর্ঘদিনের ছায়াসঙ্গী তার নিরাপত্তারক্ষী শেরা তো ছিলই। এবার সালমানের নিরাপত্তায় বাড়িতে এলো নতুন এক রক্ষাকবচ।
তিনি কিনেছেন বুলেটপ্রুফ গাড়ি নিসান পেট্রল এসইউভি। এখনও পর্যন্ত ভারতীয় বাজারে না আসলেও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে এই গাড়িটি। ভারতীয় মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ৪৫.৮৯ লাখ টাকা।
আপাতত এই বুলেটপ্রুফ গাড়ি করেই নিজের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর প্রচারে যাচ্ছেন ভাইজান।