Logo
×

Follow Us

বিনোদন

ভেঙে গেল টেইলর সুইফটের অর্ধযুগের সম্পর্ক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১৫:৫৮

ভেঙে গেল টেইলর সুইফটের অর্ধযুগের সম্পর্ক

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভেঙে গেছে মার্কিনের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফটের ছয় বছরের প্রেমের সম্পর্ক। ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে ঠিক কী কারণে তাদের সম্পর্কের বিচ্ছেদ হলো, সেটা এখনও জানা যায়নি।

একটি সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি টেইলর-জো।

হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর জোয়ের সঙ্গে সম্পর্কে জড়ান টেইলর। তবে সম্পর্কের শুরুর দিকে লন্ডনে খুব গোপনেই দেখা করতেন দুজনে।

জানা গেছে, ২০১৭ সালের জুনে প্রথম দেখা হয় টেলর সুইফট-জো অ্যালউইনের। সে সময় প্রথম একসঙ্গে ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় এই প্রেমিকযুগলকে। এর প্রায় এক মাস পর নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায় দুজনকে।

তবে টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগেও জো জোনাস, টম হিডেলস্টোন, হ্যারি স্টাইলস, কনর কেনেডি ও জ্যাক গিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫