Logo
×

Follow Us

বিনোদন

করোনাভাইরাস: পেছালো বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:৩৪

করোনাভাইরাস: পেছালো বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশের সম্মেলন স্থগিত হয়েছে। পিছিয়েছে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও। এবার করোনা আতঙ্কে পেছালো  বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং।

তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন- ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমার শুটিং শুরু হবে। 

কিন্তু করোনা ভাইরাসের চলমান পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির শুটিং পেছানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে জাতির পিতার জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হতে পারে! খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

বঙ্গবন্ধু’র বায়োপিক পরিচালনার জন্য মুম্বাইয়ের পরিচালক শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে। ছবিতে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫