
টম হ্যাঙ্কস ও রিটা উইলসন
হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল বুধবার তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অস্কারজয়ী এই অভিনেতা নিজেই।
এলভিস প্রিসলির জীবনী নির্ভর এক সিনেমার শুটিংয়ের জন্য এই দম্পতি এখন আছেন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। আপাতত সেখানেই তাদের আইসোলেশনে থাকতে হবে।
৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস বুধবার ইন্সটাগ্রামে এক পোস্টে জানান, ঠাণ্ডা-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়ায় তারা দুজনেই পরীক্ষা করিয়েছিলেন, তাতে দুজনেরই করোনাভাইরাস ধরা পড়েছে।
তিনি লিখেছেন, তাদের দুজনকে এখন পরীক্ষা করা হবে, পর্যবেক্ষণে রাখা হবে ও সবার নিরাপত্তার জন্য যতদিন দরকার, ততদিন আইসোলেশনে থাকতে হবে। তবে সর্বশেষ পরিস্থিতি সবাইকে জানাতে তারা নিয়মিত পোস্ট দিয়ে যাবেন। -বিবিসি