
সজল। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা সজল। ক্যারিয়ারের শুরুতেই টিভি পর্দায় নিজেকে ভিন্নভাবে মেলে ধরেছিলেন তিনি। ‘ভার্জিন তাকদুম তাকদুম’ নামের সে অনুষ্ঠানে ফ্যাশন ও বাচনভঙ্গি দিয়ে সবার নজরে আসেন এ অভিনেতা। উপস্থাপনার পর অভিনয়ে নাম লেখেন তিনি। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। সিনেমা ও সমসাময়িক নানা বিষয়ে তার সঙ্গে কথা হয়। সাক্ষাৎকার নিয়েছেন মেহেদী হাসান।
ঈদ কেমন কেটেছে?
ঈদ অনেক ভালো কেটেছে। এছাড়া এবারের ঈদ একটু অন্যরকম বলতে পারি। ঈদে আমার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে। তাই আনন্দটা একটু বেশি। আবার তার সঙ্গে ফলাফলের অপেক্ষায়ও ছিলাম। দর্শক কেমনভাবে সিনেমাটি নেয় সেটি নিয়ে কিছুটা ভয়ও ছিল। তবে এখন ভালো লাগছে যারা সিনেমাটি দেখেছেন তারা প্রশংসা করছেন।
মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে ‘জ্বীন’ সিনেমাটি। আপনি কী বলবেন?
জ্বীন সুন্দর একটি ছবি। নিজের বলে বলছি না। এটি আসলেই ভালো গল্পের একটি ছবি। সবগুলো চরিত্রেই দারুণ কাজ করেছেন অভিনয়শিল্পীরা। নিজেদের সেরাটা দিয়েছেন তারা। তাই আমার বিশ্বাস এ কারণেই দর্শকের মধ্যে এটি আগ্রহ তৈরি করেছে। ছবির পোস্টারও সবার মধ্যে সাড়া ফেলে।
ভৌতিক আবহের ছবি এটি। এতে আপনার চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করতে হয়েছে?
প্রত্যেক চরিত্রের জন্যই শিল্পীকে একটা প্রস্তুতির ভিতর দিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাছাড়া নাদের ভাই থিয়েটারের মানুষ। ওই জায়গা থেকে তার কাজ ছিল নিখুঁত। তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেভাবেই কাজটা করে গেছি।
এটাই পূজার সঙ্গে আপনার প্রথম কাজ। তার সঙ্গে রসায়নটা কেমন ছিল?
পূজা অসম্ভব মেধাবী একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা বেশ ভালো। এখানে আমাদের দুজনের অভিনয়ের ব্যাপারে নাদের ভাইয়ের পরামর্শ ছিল। তার সঙ্গে পর্দার রোমান্স, ভালোবাসা, বিরহ দর্শকের কাছে যেন সত্যি বলে মনে হয় আমরা ঠিক সেভাবেই কাজটা করে গেছি।
এ ধরনের গল্পের ছবি দেখতে আমাদের দর্শকরা তেমন অভ্যস্ত নয়। আপনার মন্তব্য কী?
আমাদের দেশে বেশিরভাগ সিনেমার গল্প গতানুগতিক প্রেম-ভালোবাসার। এর বাইরে কিছু সিনেমা হচ্ছে অ্যাকশন গল্পের। এ সিনেমাটি যদি দর্শক ভালোভাবে নেয় তাহলে এমন ছবি আমাদের আরও নির্মাণ হবে বলেই মনে করছি।
যারা এখনো সিনেমাটি দেখেনি। তাদের জন্য কী বলবেন?
ছবিটি ভৌতিক হলেও গল্পের মধ্যে সবই আছে। এখানে পারিবারিক গল্প আছে, প্রেম ভালোবাসা আছে, রোমান্স আছে। তাই আমি বলব দর্শক শুধু ভয় পাবে না, বিনোদনের সব উপাদানই পাবে দর্শক এ সিনেমায়।